ফোনের স্টোরেজ খালি করার ১২ উপায়

ফোনের স্টোরেজ খালি করার উপায় সম্পর্কে আমরা অনেকেই জানিনা এবং আমাদের ফোনের মেমোরি যদি লোড হয়ে যায় তাহলে এর সঠিক সমাধান না করে আমরা ফোনের অনেক কিছুই ডিলিট করে ফেলি। তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে ফোনের ফটো বা ভিডিও ডিলিট না করে ফোনের স্টোরেজ খালি করা যায়।
ফোনের স্টোরেজ-খালি করার-১২ উপায়
এর সাথে আজকে আমরা আলোচনা করব ফোনের গুরুত্বপূর্ণ ভিডিও ট্রান্সফার করে কিভাবে ফোনের স্টোরেজ খালি করা যায় তাহলে চলুন দেরি না করে জেনে নেই ফোনের স্টোরেজ ফাঁকা করার উপায় গুলো কি কি।

পোস্ট সূচিপত্রঃ ফোনের স্টোরেজ খালি করার ১২ উপায় জানুন

ফোনের স্টোরেজ খালি করার উপায়

ফোনের স্টোরেজ খালি করার উপায় করার জন্য প্রথমে আমরা কয়েকটি সহজ সমাধান সম্পর্কে জেনে নেব এবং আমরা যে বিষয়গুলো জানব তার মধ্যে অন্যতম হলো অপ্রয়োজনীয় গ্যাস এবং ডাউনলোড ফাইল মুছে ফেলতে হবে আর বড় ফাইলগুলো স্থানান্তর করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবস্থাপনা চালু রাখতে হবে নিজে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করা হলো।
  • ফোনের বড় ফাইল যেমন ভিডিও বা ছবি এবং ডকুমেন্ট আর্কাইভ করতে জিপ ফাইল মেকার অ্যাপ ব্যবহার করতে হবে। কম্প্রেশন করার পরে ফাইলগুলো ক্লাউড বা কম্পিউটারে স্থানান্তর করতে হবে এতে ফাইলের সাইজ কমিয়ে ফোনে জায়গা বাচায়।
  • অনেকে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডাটা জমা করে যা অদৃশ্য ফাইল হিসেবে স্টোরেজ খায় এর জন্য সেটিংস থেকে অ্যাপস এ যান এবং ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাপ এর অপ্রয়োজনীয়। ব্যাকগ্রাউন্ড ডাটা নিয়ন্ত্রণ করুন। background app refresh বন্ধ করলে স্টোরেজ ছাড়াও ব্যাটারি লাইফ ও বৃদ্ধি পায়
  • গুগল ম্যাপ বা অন্য ম্যাপ অ্যাপের অফলাইন সেভ করা ডাটা প্রায় বড় আকারের হয়। এর জন্য আপনাকে গুগল ম্যাপ সেটিংয়ে যেতে হবে যাওয়ার পরে অফলাইন ম্যাপ আর ডিলেট সেভ ম্যাপ তাহলে ডিলিট হয়ে যাবে। এই ছোট পদক্ষেপ স্টোরেজ বেশ বড় জায়গা খালি করে দেয়।
  • অনেক চ্যাটিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আর অটোমেটিক মিডিয়া ডাউনলোড চালু রাখতে হবে। টেলিগ্রাম সেটিংস থেকে ডাটা স্টোরেজ এবং অটোমেটিক ডাটা মিডিয়া ডাউনলোড বন্ধ করতে হবে। এতে ম্যানুয়ালি গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোড করলে স্টোরেজ বাঁচানো যায়।

অ্যাপ্লিকেশন না মুছে এন্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি

অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ফোনের স্টোরেজ খালি করার উপায় সম্পর্কে জানিনা কিন্তু নিয়মিত পরিষ্কার এবং অপ্রয়োজনে ডাটা অপসারণ করলে ফোনের পারফরম্যান্স ও ভালো থাকবে এবং নিচে যে উপায়গুলো দেওয়া হল সে উপায় গুলো ব্যবহার করল ফোনের স্টোরেজ খালি হবে এ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
  • অনেক জনপ্রিয় অ্যাপের লাইট ভার্সন রয়েছে যা মূল অ্যাপের তুলনায় কম স্টোরেজ নেয়। যেমন ফেসবুক লাইট এবং messenger light এরকম আরো অনেক লাইট ভার্সন অ্যাপ রয়েছে। লাইট ভার্সন ব্যবহার করলে অ্যাপ এর কার্যকারিতা একই থাকবে কিন্তু স্টোরেজ খরচ হবে অনেক কম।
  • ফোনের স্ক্রিন রেকর্ডার ব্যবহার করলে বড় ভিডিও ফাইল তৈরি হয় যা অজান্তে স্টোরেজ দখল করে। এর জন্য ফাইল ম্যানেজার থেকে ভিডিওতে যেতে হবে এরপর স্ক্রিন রেকর্ডিং ফোল্ডার চেক করে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দিতে হবে। যদি স্ক্রিন রেকর্ড দরকার হয় তাহলে কম্প্রেশন টুল ব্যবহার করে সাইজ কমাতে হবে।
  • যদি আপনার ফোনে এসডি সাপোর্ট থাকে তবে কিছু অ্যাপের ডাটা সরাসরি এসডি কার্ডে স্থানান্তর করুন। সেটিং থেকে অ্যাপ স্টোরের এবং চেঞ্জ স্টোরেজ লোকেশন টু এসডি কার্ড। এটি মূল ফোন স্টোরেজ খালি করে এবং বড় অ্যাপের জন্য জায়গা করে দেয়।
  • বড় সাইজের ছবি ও ভিডিও ফোনের স্টোরেজ খরচ করে। এগুলো রিসাইজ করলে স্টোরেজ কম লাগবে। এজন্য ভিডিও কমপ্রেস অ্যাপ দিয়ে ছবি ও ভিডিওর সাইজ কমাতে হবে এবং ২০ এমবি ভিডিও কে ৫ এমবি তে পরিণত করা সম্ভব। কম্প্রেস করার পরেও কোয়ালিটি প্রায় অপরিবর্তিত থাকে।

স্মার্টফোনের জন্য সেরা ক্যাশে পরিষ্কারের পদ্ধতি

স্মার্টফোন ব্যবহার করার সময় অপ্রয়োজনীয় কাছে ফাইজ জমা হয়ে গেলে ফোনের গতি কমে যায় এবং স্টোরে সমস্যা সম্মুখীন হতে হয়। সঠিক পদ্ধতিতে ক্যাশে পরিষ্কার করা ফোনের কর্ম ক্ষমতা বৃদ্ধি এবং ফোনের স্টোরেজ খালি করার উপায় এর মধ্যে অন্যতম একটি। নিচে কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো।
  • ফোনের সেটিংস মেনুতে অ্যাপ ম্যানেজার থেকে নির্দিষ্ট অ্যাপের ক্যাশে ক্লিয়ার করার অপশন পাওয়া যায়। এটি সহজ এবং সবার জন্য ব্যবহারযোগ্য এবং গুরুত্বপূর্ণ ডাটা মুছে যাওয়ার ঝুঁকি থাকে না। নিয়মিত ফোনের গতি বেড়ে যায়।
  • গুগল ফাইল বা সি ক্লিনার এর মত নির্ভরযোগ্য ক্লিনিং অ্যাপ ব্যবহার করে ক্যাশে সহজে মুছে ফেলা যায়। স্বয়ংক্রিয় ক্লিনিং অপশন পাওয়া যায়। অপ্রয়োজনীয় ফাইল সনাক্ত করে দ্রুত পরিষ্কার করে। সিস্টেমের অপ্রয়োজনীয় ফাইল ও মুছে দেয়।
  • ইন্টারনেট ব্যবহার করার ফলে ব্রাউজারে জমা হওয়া ক্যাশে ফাইল সরাসরি ব্রাউজার সেটিংস থেকে ডিলিট করা যায়। এটি গোপনীয়তা রক্ষা করে এবং ব্রাউজারের পারফরম্যান্স উন্নত হয়। সহজে বিভিন্ন ব্রাউজারে প্রয়োগ করা যায়।
  • ফোনের বিল্ট ইন স্টোরেজ অপটিমাইজেশন টুল ক্যাশে পরিষ্কার করতে কার্যকর। অপ্রয়োজনীয় ফাইল এবং ডুপ্লিকেট ফাইল সরিয়ে ফেলে সহজেই এক্সেস যোগ্য এবং নিরাপদ। স্টোরেজ মুক্ত করে এবং ফোনের কার্যকারিতা উন্নত করে।

ফোনের স্টোরেজ অপটিমাইজেশনের জন্য সেরা সরঞ্জাম

ফোনের স্টোরেজ অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ফোনের গতি বৃদ্ধি এবং স্থান মুক্ত করা আর স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করে। নিচে ফোনের স্টোরেজ খালি করার উপায় এবং সরঞ্জামের কথা উল্লেখ করা হলো এবং যেগুলো খুবই কার্যকারী সরঞ্জাম।
ফোনের স্টোরেজ-খালি করার-১২ উপায়
  • ফাইল বাই google অ্যাপটি সাধারণ ফাইল ম্যানেজারের চেয়ে অনেক বেশি কার্যকর। এটি বিশেষ করে গোপন এবং ক্যাশে ফাইল সনাক্ত করতে সক্ষম যা সাধারণত অন্য টুলে ধরা পড়ে না। এর জন্য যে ফিচার ডিলিট করতে হবে সেটা হল ডুপ্লিকেট ফাইল এবং আনইউজ অ্যাপ আর বড় ফাইল সহজে মুছে ফেলতে হবে। এটি এআই ভিত্তিক পরামর্শ দিয়ে অপ্রয়োজনীয় ফাইল সরানোর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অফলাইন স্টোরেজ ক্লিনিং এবং ডাটা ব্যাকআপ এ সহায়তা করে।
  • ডিস্ক ইউজ একটি ভিজুয়াল স্টোরেজ অপটিমাইজেশন টুল। এটি ব্যবহারকারীদের তাদের স্টোরেজের একটি গাছের মতো গঠন দেখায়। এর জন্য যে ফিচার আছে সেগুলো হলো বড় ফাইল এবং অপ্রয়োজনীয় ফোল্ডার সহজে চিহ্নিত করতে সক্ষম। অ্যাপ ডাটা এবং অডিও বা ভিডিও ফাইলের সঠিক সাইজ ও লোকেশন সহজে সনাক্ত করতে সক্ষম। এটি কোন ডাটা বুঝতে চাইলে তার আগে নিশ্চিত করা এর সুবিধার মধ্যে একটি।
  • এসডি মেইড মূলত ডিভাইসের ডাটা ম্যানেজমেন্ট এবং গভীরভাবে সিস্টেম ফাইল পরিষ্কারের জন্য পরিচিত। এবং মৃত ফাইল আর ক্যাশে মুছে ফেলে। সিস্টেম স্তরের গভীর ক্যাশে ফাইল পরিষ্কার করতে সক্ষম যা অন্য টুল করতে পারে না। এটির অ্যাপ ক্লিনার মডিউল প্রতিটি এত নির্দিষ্ট ক্যাশে লক্ষ্য করে।
  • রেজিলো সিংক এটি পিয়ার টু পিয়ার ফাইল ট্রান্সফার প্রযুক্তি ব্যবহার করে। ক্লাউডের পরিবর্তে এটি লোকাল ডিভাইসের মধ্যে ফাইল স্থানান্তর করে। দ্রুত এবং নিরাপদ ইন্টারনেট সংযোগ ছাড়াও কাজ করতে সক্ষম।

ফোনের স্টোরেজ খালি করতে ক্লাউড স্টোরেজের কাজ

ক্লাউড স্টোরেজ ফোনের ডাটা স্থানান্তরের জন্য একটি গোপন এবং শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে এবং ফোনের স্টোরেজ খালি করার উপায় এর মধ্যে এটি অন্যতম। অনেক ক্লাউড প্লাটফর্ম ডাটা আপলোড করার সময় এটিকে ইনক্রিপ্ট করে সংরক্ষণ করে যা সাধারণ ব্যবহারকারীদের কাছে একটি অজানা ফিচার। এই ফিচার ফোনের স্টোরেজ খালি করার পাশাপাশি ডাটার নিরাপত্তা ও নিশ্চিত করেন। তৎপুরি অটোমেটিক ব্যাকআপ এবং রিডাড্যান্ট স্টোরেজের মাধ্যমে ডাটা হারানোর ঝুকিও কমে যায়।

অনেক ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহারকারীর ডাটার প্রকারভেদ বিশ্লেষণ করতে সক্ষম। এটি শুধু ফটো বা ভিডিও ডকুমেন্ট সংরক্ষণ করে না। বরং অপ্রয়োজনীয় বা ডুপ্লিকেট ফাইল সনাক্ত করে এবং স্থানান্তরের আগে ডিলিট করার সুপারিশ দেয়। এই ফিচার অনেক কম ক্লাউড সেবায় পাওয়া যায় যা ফোন স্টোরেজ ব্যবস্থাপনা নতুন দিগন্ত উন্মোচন করেছে। ব্যবহারকারী যদি চাই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এই অপ্রয়োজনীয় ফাইল ক্লাউডে সংরক্ষণ না করেও স্থান খালি করতে পারে।

ক্লাউড স্টোরজ শুধু স্টোরেজ বাড়ানোর জন্য নয় বরং এটি ফোনের অনলাইন ও অফলাইন স্টোরেজ ম্যানেজমেন্ট এর মধ্যে ও সমন্বয় তৈরি করে। উদাহরণ Mega বা Dego এর মত ক্লাউড সার্ভিস একটি নির্দিষ্ট ফোল্ডার ডিভাইস থেকে সরিয়ে শুধু ক্লাউডের সংরক্ষণ করে যা ফোন স্টোরেজের উপর কোন চাপ ফেলে না। এটি এমন একটি ফিচার যে মূলত বড় ফাইল হ্যান্ডেল করতে ব্যবহৃত হয়। ফোন স্টোরেজ খালি করার জন্য এটি একটি কার্যকর এবং তুলনামূলকভাবে কম পরিচিত সমাধান।

ফাইল পরিষ্কার করার জন্য সেরা অ্যাপ

গুগল ফাইল সহজ এবং স্মার্ট ফাইল ম্যানেজার এই অ্যাপটি একটি নির্ভরযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য ফাইল ক্লিনিং টুল। এটি স্মার্ট পরামর্শের মাধ্যমে ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় এবং ডুপ্লিকেট ফাইল চিহ্নিত করতে সাহায্য করে। এই অ্যাপটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারকারীর স্টোরেজ স্পেস রিয়েল টাইম বিশ্লেষণ করে এবং অপ্রয়োজনীয় ফাইল বা অ্যাপ মুছে ফেলার সুপারিশ দেয়। এছাড়া এটি একটি বড় ফাইল স্থানান্তরের জন্য বিল্টিন ফাইল শেয়ারিং ফিচার সরবরাহ করে যার দ্রুত এবং ডাটা সাশ্রয়ী।
ক্লিন মাস্টার অ্যাপটি ফাইল পরিষ্কার করার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিশেষ করে ক্যাসে এবং ডেড ফাইল অপসারণ করতে। এটি ফোনের কর্মক্ষমতা বাড়াতে র‍্যাম বুস্টার হিসেবে কাজ করে এবং সিস্টেমের জমে থাকা অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড ডাটা সরিয়ে ফেলে। ক্লিন মাস্টারের একটি বিশেষ বিচার হল গেম বুস্টার যা গেম খেলার সময় ফোনের গতি বাড়াতে সাহায্য করে। এটি ব্যবহারকারীর ফোনে থাকা পুরানো এবং বড় ফাইল সনাক্ত করে সেগুলো পরিষ্কার করার মাধ্যমে খালি করে স্টোরেজ।

সিসি ক্লিনার শুধু ফোনের ফাইল পরিষ্কার করার app নয় বরং এটি ফোনের সম্পূর্ণ স্টোরেজ ম্যানেজমেন্ট টুল হিসেবে পরিচিত। এটি ক্যাশ এবং জাঙ্ক ফাইল এবং অব্যবহৃত অ্যাপের ডাটা মুছে ফোনের স্টোরেজ এর বড় পরিবর্তন আনে। সিসি ক্লিনার এর বিশেষ বৈশিষ্ট্য এটি ডিভাইসের সিপিইউ এবং র‍্যাম ব্যাটারি ব্যবহারের উপর নজরদারি রাখে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই তাদের ফোনকে আরো কার্যকর এবং দ্রুত গতি সম্পন্ন রাখতে পারে।

স্থান সংরক্ষণ করতে এসডি কার্ডে অ্যাপগুলি ট্রান্সফার

আর ট্রান্সফারের মাধ্যমে সীমিত থাকলে এসডি কার্ডে অ্যাপ স্থানান্তর একটি কার্যকর সমাধান। এটি ব্যবহারকারীদের বড় অ্যাপ এবং গেম সরিয়ে অভ্যন্তরীণ স্টোরেজে জায়গা খালি রাখতে সাহায্য করে। অনেক অ্যাপ যেমন google ফটো বা microsoft office এসডি for card এ ডাটা এবং ক্যাশে স্থানান্তর সমর্থন করে। এছাড়াও নতুন সংস্করণের android ডিভাইসগুলিতে মুভ ২ এসডি কার্ড অপশনটি ব্যবহার করে অ্যাপ এর সম্পূর্ণ ডাটা এবং ফাইল ক্যাশেও স্থানান্তর করা যায়।

অ্যাপ গুলো এসডি কার্ডে ট্রান্সফার করলে শুধু স্টোরেজ খালি হয় না বরং ফোনের গতি এবং কর্ম ক্ষমতা ও বৃদ্ধি পায়। অভ্যন্তরী স্টোরেজ মুক্ত থাকলে ফোন কম হ্যাং করে এবং প্রসেসিং আর ও মসৃণ হয়। উদাহরণস্বরূপ ভারী গেম বা ভিডিও। এডিটিং অ্যাপ্লিকেশনগুলো সরিয়ে নিলে ram এর ওপর চাপ কমে যায়। যদিও এসডি কার্ডের রিডিং স্পিড একটু ধীর হতে পারে তবে উচ্চগতি সম্পন্ন ক্লাস টেন বা ইউএইচএস বা আইএসডি কার্ড ব্যবহার করলে পারফরম্যান্সের পার্থক্য কমে যায়।

অ্যাপ ট্রান্সফারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু অ্যাপ্লিকেশন বিশেষ সিস্টেম অ্যাপ্লিকেশন এসডি কার্ডের সরানো যায় না। এর জন্য ব্যবহারকারীদের ফোনের ডেভলপার অপশন ব্যবহার করতে হতে পারে বা থার্ড পার্টি অ্যাপ  ব্যবহার করতে হবে। এসডি কার্ডে স্থানান্তর করা অ্যাপটি সরিয়ে ফেললে বা কার্ডটি সরালে অ্যাপ টি কাজ করতে পারে না।

অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার উপায়

অপ্রয়োজনে ফাইল চিহ্নিত করা মুছে ফেলার অন্যতম কার্যকর ও উপায় হল ফোনের বিল্ট ইন ফাইল ম্যানেজার বা নির্ভরযোগ্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা। ফাইল ম্যানেজার ব্যবহার করে বড় ফাইল এবং পুরনো ডাউনলোড আর ডুপ্লিকেট ফাইল সহজে সনাক্ত করা যায়। গুগল ফাইল বা সিসি ক্লিনার এর মত অ্যাপ ক্যাসে ফাইল এবং সিস্টেম জাঙ্ক চিহ্নিত করে একটি ক্লিকেই সেগুলো মুছে ফেলার অপশন দেয়। এছাড়াও ফোনের ডাউনলোড ফোল্ডার এবং হোয়াটসঅ্যাপ এর মত অ্যাপের মিডিয়া ফোল্ডার চেক করে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ডিলিট করা যায়।

অনেক ক্লিনিক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার ফিচার সরবরাহ করে। নিয়মিত পরিষ্কারের ঝামেলা কমায়। উদাহরণস্বরূপ ফাইল বাই google স্বয়ংক্রিয়ভাবে স্টোরেজ বিশ্লেষণ করে এবং ব্যবহৃত ও অব্যবহৃত ফাইলের তালিকা দেয়। অপ্রয়োজনীয় ফাইল সংরক্ষণ না করে তা সরাসরি ক্লাউড স্টোরেজে ব্যাকআপ নিয়ে মুছে ফেলা আরো এটি কার্যকর সমাধান।

ডাটা না হারিয়ে স্টোরেজ পরিষ্কার করার উপায়

স্টোরেজ পরিষ্কার রাখতে প্রথমে ফোনের অ্যাপ ক্যাশে ফাইল মুছে ফেলা উচিত। এগুলো এপ্লিকেশন ব্যবহারের সময় জমা হয় এবং ফোনের পারফরম্যান্স এ কোন প্রভাব ফেলে না সহজে মুছে ফেলা যায়। গুগল ফাইল বা cleaner এর মত অ্যাপ ব্যবহার করে ডুপ্লিকেট ছবি ভিডিও এবং ডকুমেন্ট চিহ্নিত করে তা ডিলিট করা সম্ভব। এতে ফোনে স্টোরেজ খালি রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ ডাটা অক্ষত রাখে।
ফোনের স্টোরেজ-খালি করার-১২ উপায়
গুরুত্বপূর্ণ ডাটা হারানোর ঝুঁকি এড়াতে ফাইলগুলো ক্লাউড স্টোরেজে আপলোড করে রাখা একটি চমৎকার সমাধান। একইভাবে বড় ফাইল বা মিডিয়া ডাটা স্থানান্তরের জন্য এসডি কার্ড বা এক্সটার্নাল হাইড্রাইভ ব্যবহার করা যেতে পারে। এভাবে ফোন থেকে অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে স্টোরেজ খালি রাখা যায়।

ফোনের স্টোরেজ বিনামূল্যে পরিষ্কার করার উপায়

ফোনের স্টোরেজ খালি করার প্রথম ধাপ হলো অপ্রয়োজনীয় ফাইল এবং অ্যাপ চিহ্নিত করা। গুগল ফাইল এর মতো বিনামূল্যের অ্যাপ ব্যবহার করে ডুপ্লিকেট ফাইল ও বড় মিডিয়া আর ক্যাসে মুছে ফেলা সহজ। এছাড়া ডাউনলোড ফোল্ডার এবং হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মত মিডিয়া ফোল্ডার চেক করে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা কার্যকর পদ্ধতি।

ক্লাউড স্টোরেজ ব্যবহার করে বড় ফাইল এবং ছবি সংরক্ষণ করা যেতে পারে। এতে ফোনের স্টোরেজ খালি থাকবে এবং ডাটা ও নিরাপদ থাকবে। পাশাপাশি এসডি কার্ড ব্যবহার করে ডাটা স্থানান্তর করলে ফোনের অভ্যন্তরীণ স্থান খালি রাখা সম্ভব।

সিস্টেম স্টোরেজ খালি করার উপায়

সিস্টেম স্টোরেজ খালি করতে ফোনের সেটিংসে গিয়ে স্টোরেজ অপশন থেকে ক্যাশ এবং জাঙ্ক ফাইল মুছে ফেলা কার্যকর। এতে আপনার সিস্টেম ফয়েলের অপ্রয়োজনীয় অংশ দ্রুত পরিষ্কার করা যায়। এবং সেই সেই ক্লিনার বা গুগল ফাইল এর মত অ্যাপ ব্যবহার করলে সিস্টেম ক্লিয়ার সহজেই হয়ে যায়।ফোনের স্টোরেজ খালি করার উপায় এর অন্যতম একটি সহজ মাধ্যম।

অপ্রয়োজনীয় সিস্টেম বা অ্যাপ ডাটা অপ্রসারণ এবং ফোন সফটওয়্যার ব্যবহার করলে সিস্টেম স্টোরেজ মুক্ত হয়। কিছু থার্ড পার্টি টুল যেমন গভীর সিস্টেম ক্লিনিং এর মাধ্যমে ডিভাইসকে আরো কার্যকর রাখতে পারে।

লেখক এর মন্তব্য

ফোনের স্টোরেজ খালি করার উপায় সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং কিভাবে ফোনের স্টোরেজ  বিনামূল্যে খালি করা যায় এবং এর ধাপগুলো কি কি হতে পারে? আর কিভাবে খুব সহজেই ডাটা সংরক্ষণ করা যায় এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি ফোনের স্টোরেজ খালি করার সম্বন্ধে না জানেন তাহলে আজকের আর্টিকেল আপনার জন্যই।

এতক্ষন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যমূলক আর্টিকেল যদি আরো পেতে চান তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন। কারণ আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত এ ধরনের আর্টিকেল প্রকাশ করে থাকি। 37147

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url